ভিন্ন মত ও প্যারেন্টিং
পিতামাতা এবং অভিভাবকদের জন্য অনলাইন ওয়ার্কশপ.
শনিবার ৪ঠা মার্চ ২০২৩
বিকাল ৩টা – ৫টা পর্যন্ত (UK)
প্রতিটি বাবা মা’র তাদের জীবন গঠনের নিজস্ব গতি পথ ও জীবনের স্বতন্ত্র অভিজ্ঞতা রয়েছে। আমাদের অভিভাবকত্বের অনুশীলনগুলি এই অভিজ্ঞতাপ্রসূত গল্পগুলির উপর ভিত্তি করেই তৈরি হয়। যখন দুটি স্বত্বা একটি বিবাহ বন্দ্বনে আবদ্ধ হয় – তখন জীবনের এই অভিজ্ঞতা বা গল্পগুলিই দাম্পত্য জীবনে সংযোগ অথবা বিরোধ সৃষ্টি করে।
বিবাহবিচ্ছেদ বা বিচ্ছিন্ন হওয়া দুই ব্যক্তির মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব কাটিয়ে ওঠা প্রায়শই খুবই কঠিন হয়ে দাঁডায়। বৈবাহিক সম্পর্কের সমাপ্তি বিচ্ছিন্ন দম্পতির ব্যক্তিগত জীবনে কিছুটা স্বস্তি আনতে পারে, তবে যাদের সন্তান রয়েছে এবং একটি সমঝোতার ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি, তারা দ্রুত বুঝতে পারে যে শিশুরা তাদের দ্বন্দ্বের মাঝখানে রয়েছে। তারা এও বুঝতে পারে পারে যে, তাদের দুজনের দ্বন্দ্ব সত্বেও সন্তানের কল্যানের স্বার্থে অভিভাবকত্বে টিকিয়ে রাখার একটি উপায় রআছে বা ছিল। শুরুতে এটি অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে অভিভাবকদের পারস্পরিক মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে ওঠা সম্ভব। হ্যাঁ, তা কিভাবে সম্ভব? এ প্রশ্নের উত্তর পেতে এ কর্মশালায় (ওয়ার্কসপে) অংশগ্রহন করুন।
এ কর্মশালায় আপনি জানতে পারবেনঃ
– অভিভাবকত্বের মধ্যে দ্বন্দ্বের কারণগুলু কি কি হতে পারে?
– পিতামাতার অংশীদার হিসাবে শিশুদের শান্তিপূর্ণভাবে বড় করার জন্য স্বাস্থ্যকর কৌশলগুলো কি হতে পারে?
– বাচ্চাদের কল্যানের স্বার্থে দ্বিমত সত্বেও বাবা-মা”র সম্পর্ক বজায় রাখার উপায় কি?
– বিচ্ছেদ বা বিবাহবিচ্ছেদ হলে কিভাবে সন্তানের ক্ষতি এডিয়ে অভিভাবকত্ব বজায় রাখা শীত?
‘Highly recommend the workshop. It offers parents help and support and gives parents strategies to help their families more forward to deal with current problems – Umm Umar (2019)‘