শৃঙ্খলা বজায় রেখে বাচ্চাদের কথা শুনতে অভ্যস্ত করা

 পিতামাতা এবং অভিভাবকদের জন্য অনলাইন ওয়ার্কশপ

মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২
সকাল ৯.৩০টা – ১১.৩০টা

অনেক বাবা-মা তাদের বাচ্চাদের সাথে রাগের বশবর্তি হয়ে বিভিন্ন সময় চিৎকার করে বকাবকি করতে থাকেন। কিছু পিতামাতারজন্য, চিৎকার করা একটি দৈনন্দিন ঘটনা হয়ে ওঠে। আমাদের দেখা এ ধরনের অধিকাংশ অভিভাবক বলে থাকেন ‘কিন্তু আমিচিৎকার না করা পর্যন্ত তারা আমাদে কথা শুনেনা!’ কিন্তু সত্যিকার অর্থে চিৎকার করে বকাবকি বাচ্চাদেরকে খারাপ আচরণেঅভ্যস্ত করে যা মা বাবাদেরকে আরও বেশী চিৎকারের দিকে নিয়ে যায়।

প্রশ্ন হল, ‘এ ধরনের ব্যবহার কি সন্তাননের চরিত্র গঠনে সাহায্য করে?’

চিৎকারের একটি সমস্যা হল যে, এটি বাচ্চাদেরকে শেখায় না কিভাবে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে হয়। বরং আপনিলক্ষ্য করবেন যে, তারা যখন কিছু চায় এবং তাদের ইচ্ছা মতো তা পায়না তখন তারাও চিৎকার করে।

বাচ্চারা যখন আপনার কথা না শুনে আপনার অনুভূতিতে আঘাত করে এবং অবাধ্যতামূলক আচরণ করতে শুরু করে তখনতাদের কীভাবে সঠিক পথে পরিচালনা করবেন তা জানতে এই ওয়ার্কশপে যোগ দিন।

চিৎকার বা বকাবকি করা এবং মেজাজের ভারসাম্য হারানো বাবা-মার জন্য মোঠেও মানানসই নয়। যদি চিৎকার বা বকাবকিকরা আপনার বাড়িতে একটি নৈমত্তিক ব্যপার হয়ে থাকে, তাহলে অবশ্যই এর খারাপ পরিণতি সম্পর্কে আপনাকে সচেতন হতেহবে এবং সন্তানের সাথে সম্পর্ক উন্নয়নের বিকল্প পথ খুঁজে নিতে হবে। এ ওয়ার্কসপ এ বিষয়ে আপনার সহায়ক হতে পারে।

ওয়ার্কশপের আলোচ্য বিষয় সমূহ:
• পরিবারে চিৎকার বা বকাবকি করা কেন নৈমত্তিক ব্যপার হয়ে ওঠে?
• বাচ্চারা কেন বাবা-মা বা বড়দের কথাৎ চ্যালেঞ্জ করে
• বাচ্চাদের খারাপ আচরণ করার দুটি বড় কারণ
• অসদাচরণ বন্দ করার কৌশল বা উপায় সমূহ।