দ্রুত পরিবর্তনশীল তথ্য প্রযুক্তি ও ব্যাধিগ্রস্ত সামাজিক গণমাধ্যমের চ্যালেন্জের মাঝে সন্তান লালন পালন

A 1.5-HOUR WEBINAR
FOR PARENTS AND GUARDIANS.


রবিবার, ৫ই ফেব্রুয়ারি’ ২০২৩
বিকাল ৩টা – ৪ঃ৩০টা পর্যন্ত

 

FREE EVENT

প্যারেন্টিং সবসময় একটি চ্যালেঞ্জিং কাজ ছিল. কিন্তু স্মার্টফোনের ব্যাপক ব্যবহারএবং সোশ্যাল মিডিয়ার লাগামহীন প্রসারের কারনে প্যারেন্টিং তথা সন্তান লালন পালন এখন অনেকগুন বেশী কষ্টসাধ্য হয়ে গেছে। অনেক বাবা মা মনে করেন সন্তানরা এখন বাবা মা’র চেয়ে কম্পিউটার বা স্মার্ট ফোনের সাথেই বেশী সম্পর্ক রাখতে আগ্রহী। ফলে একদিকে পিতা-মাতা ও সন্তানদের মধ্যে স্বাভাবিক ভালবাসা ও মায়া-মমতার বন্দ্বন আগের চেয়ে অনেক দূর্বল হয়ে পড়ছে। অন্যদিকে লম্বা সময় স্ক্রিনে কাটানোর কারনে সন্তানদের মানসিক ও শারীরিক সুস্থতা ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে।

তথ্য প্রযুক্তির এ যুগে একদিকে সন্তানদেরকে কম্পিউটার, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে অজ্ঞ রাখা যেমন তাদের সুস্থ বিকাশকে ব্যাহত করতে পারে, তেমনি এসব প্রযুক্তির নিয়ন্ত্রনহীন ব্যবহার তাদের শারিরীক, মানসিক ও ভারসাম্যপূর্ণ সামাজিক গঠন ও বিকাশে বড় ধরনের বিপর্যয় আনতে পারে। একমাত্র দক্ষ ও ভারসাম্যপূর্ণ প্যারেন্টিংই এ বিশাল চ্যালেন্জ মোকাবেলা করে সন্তানদের ভারশাম্যপূর্ণভাবে গড়ে তুলতে সহায়তা করতে পারে।

এ ফ্রি ওয়েবিনারে আপনাকে তথ্য প্রযুক্তির এ পর্বতসম চ্যালেন্জের মোকাবেলায় কিভাবে দক্ষতা ও বিচক্ষণতার সহিত ভারসাম্যপূরণ প্যারেনটিং নিশ্চিত করা যায় তার কিছু গুরুত্বপূর্ণ টিপস্ ও কৌশল উপহার দেবে, ইনশাআল্লাহ।

এ গুরুত্বপূর্ণ ওয়েবিনারে অংশগ্রহন করার জন্য আজই রেজিস্ট্রি করুন। আসন স্বল্পতার কারনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডেলিগেট নেওয়া হবে, ইনশাআল্লাহ।

‘Highly recommend the webinar being held by these two experts. I and my family have benefited from many of their talks and workshops’ – Adil (2022)